Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করতে হবে : এমপি ননী গোপাল

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ১০:২৩:৪২ এম

 

আজগর হোসেন ছাব্বির, দাকোপ: খুলনা-১ আসনের সংসদ সদস্য এবং ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ননী গোপাল মন্ডল বলেছেন, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান শিক্ষায় পারদর্শী করে জাতীয় উন্নয়নের মূল ধারার সাথে সম্পৃক্ত করতে হবে।

রোববার বেলা ১১ টায় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মুরারী মোহন থান্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ  আব্দুল হক, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জি এম কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, মোল্যা মেহেদী হাসান এতিম খানার সাবেক সভাপতি এবিএম রুহুল আমিন, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার থান্দার, মোহাম্মাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাবুদ্দিন মোল্যা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার, উপসহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম।

বক্তৃতা করেন চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, গাজী আ. রহিম, চালনা পৌরসভার কাউন্সিলর আ. গফুর সানা, নাসিমা বেগম।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন মাদরাসার ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক এ এইচ এম শহীদুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ননী গোপাল মন্ডল এমপি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত মাদরাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)