কলারোয়া প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানর শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি আয়োজিত জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আকতারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমানুল্লাহ খান, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, , আখলাকুর রহমান শেলী, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলামসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশিকুর রহমান।