❒যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

থ্রি ব্রাদার্স যুব সংঘ ও রিপন অটোর দ্বিতীয় জয়

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০৯:৩৪:০৫ এম

 

 

ক্রীড়া প্রতিবেদক : যশোর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে (টায়ার-২) দ্বিতীয় জয় পেয়েছে থ্রী ব্রাদার্স যুব সংঘ ও  রিপন অটো। রেববার স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে লিগের ২ টি খেলা হয়েছে। দিনের প্রথম খেলায় থ্রী ব্রাদার্স যুব সংঘ ৪৫ রানের ব্যবধানে পরাজিত করে আর এন রোড ব্রাদার্সকে। দ্বিতীয় খেলায়  রিপন অটো ৮৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে যশোর ক্রিকেট কোচিং সেন্টারকে। থ্রী ব্রাদার্স যুব সংঘ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। তাদের অর্পণ ৬৩, রনক রহমান ৫২, অনন্য কুমার অপরাজিত ৪৩,আশফাকুর রহমান ২২ ও আসিফ হোসেন ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৫৪ রান। আর এন রোড ব্রাদাসের সাঈদ আহমেদ ৩৪ রানে ২ টি উইকেট নেন। জবাবে, ২২ ওভার ৫ বলে ১৪২ রানে অলআউট হয়ে যায় আর এন রোড ব্রাদার্স। দলের পক্ষে ইজাজ আহমেদ ৪৭, সাঈদ আহমেদ ১৫, ওয়ালিদ হোসেন ১৪, সাগর আহমেদ ও হাসিবুর রহমান উভয়ে ১২ এবং তানভীর আহমেদ ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৯ রান। থ্রী ব্রাদার্স যুব সংঘের  মাহামুদুল হাসান, অর্পণ ও অরণ্য প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। দ্বিতীয় খেলায় রিপর অটো প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করে। তাদের শিমুল হোসেন ৫১, আরিফুজ্জামান ৩০, কামরুজ্জামান ২৩, আবির ১৮ ও প্রীতম ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩২ রান। যশোর ক্রিকেট কোচিং সেন্টারের এলাহি , জিহাদ ও লিখন প্রত্যেকে ২ টি করে উইকেট পান। জবাবে, ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় যশোর ক্রিকেট কোচিং সেন্টারের দলীয় ইনিংস। দলের পক্ষে লিখন অপরাজিত ২৩,মিরাজ ২০,দূর্জয় ১৯,জিহাদ ১২ ও ওহি ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। রিপোন অটোর  শিমুল হোসেন ১৭ রানে ৩ টি উইকেট নেন। আজকের খেলা ঃ ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট বনাম দেশ ক্রিকেট একাডেমি (সকাল ৯ টায়) এবং আর্ডেন্সী স্পোর্টিং ক্লাব বনাম কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ (দুপুর ১ টায়)।