পিছু ডাকে তবু

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৯:২০:৩৪ এম

   জান্নাতুন নাহার নূপুর
   
সেই শহরে আমার অবশিষ্ট বলে কিছু নেই
যা ছিল শৈশব,কৈশোর বা তরুণ সময়
সবটুকু জুড়ে আছে কালো ব্যানারে সাটানো
না আছে রঙিন কোন স্মৃতি
না আছে কারো দরদী ভালোবাসা
না আছে কোন আপন মানুষ
অতীত ভাবলে শুধু বেদনার হুল ফোটে কলিজায়
অতীত ভাবলে শুধু লোনাজলে চোখ ভরে যায়
অতীত ভাবলে একটি অবহেলিত শিশু দেখতে পাই
সেই অতীত, সেই শহর আমাকে আজো পিছু ডাকে
কিসের মায়া তবে?
কার ভালোবাসা তবে?