আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা ব্লকে ভালাইপুর গ্রামে ২০২৩-২৪অর্থবছরে যশোর অঞ্চল টেকসই কৃষিসম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ফসল রঙিন ফুলকপির মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচলক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা খামারবাড়ি’র অতিরিক্ত উদ্ভিদ সংরক্ষণ উপপরিচলক কৃষিবিদ কায়ছার ইকবাল। ভালাইপুর গ্রামের কৃষক/কৃষাণীদের উপস্থিতিতে মাঠ দিবসটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপসহকারী কৃষি অফিসার আশরাফুজ্জামান’র উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আকরাম হোসেন, চিৎলা ইউনিয়ন পরিষদের সচিব মুছাব আলী, প্রকল্প বাস্তবায়ন সহযোগী তানজিম আহমেদ সিজার, উপসহকারী কৃষি অফিসার নাজমুল হোসাইন, লিটন আহমেদ, আরিফুল ইসলাম ও ইভানা খাতুন। অনুষ্ঠানে প্রদর্শনী কৃষক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাদের।