Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে জাতীয় স্কুল ক্রিকেটে শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

এখন সময়: সোমবার, ১১ নভেম্বর , ২০২৪, ০৬:৪১:০০ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার ফাইনাল খেলায় তারা ৪৪ রানের ব্যবধানে কালেক্টরেট স্কুলকে পরাজিত করে। বোর্ড স্কুল এন্ড কলেজ টিমের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কালেক্টরেট স্কুলের ব্যাটসম্যানরা ধরাশয়ী হয়।

শামস উল হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ব্যাটসম্যানরা ২৬ ওভারে সব উইকেট হারিয়ে ১০৩ রানের স্কোর করে। দলের পক্ষে সিয়াম ৮ চার ও ১টি ছয়ের বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন। সেই সাথে সানোয়ার হোসেন রনি ১৩ ও রিদানুল ইসলাম ১৩ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান।

কালেক্টরেট স্কুলের পক্ষে আসিব জামান ও আসিফ মাহমুদ ৪টি করে ও সাদমান খান ২ উইকেট লাভ করে। জয়ের লক্ষ্যে কালেক্টরেট স্কুল পরে ব্যাট করতে নামলে শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মাহমুদ হাসান জিহাদ ও  সানোয়ার হোসেন রনি বোলিং তান্ডবে ১৫ ওভার ৩ বলে ৫৯ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে  নাসোয়ান রহমান ৯, ওয়ালিদ হোসাইন ৮, মেহেদী আবির আপন ৭ ও আসিব জামান ৬ রান সংগ্রহ করেন। এ ছাড়া অন্য ব্যাটসম্যানরা  ৪ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। তিন ব্যাটসম্যান খালি হাতে মাঠ ত্যাগ করেন।

শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পক্ষে মাহমুদ হাসান জিহাদ ৫, সানোয়ার হোসাইন রনি ৪ ও রিদানুল ইসলাম ১ উইকেট লাভ করেন। খেলা পরিচালনা করেন ফারুক হোসাইন লেন্টু ও জাকির আহমেদ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)