আলমডাঙ্গায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস

এখন সময়: সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০১:৫৯:০২ পিএম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার হারদী ইউনিয়নের চরযাদবপুর গ্রামে ২০২৩-২৪ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোমবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।

চুয়াডাঙ্গা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ হীরক কুমার সরকার, যশোর অঞ্চলের আধুনিক প্রযুক্তির মাধ্যমে বীজ সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ আবুল হাসান, চুয়াডাঙ্গা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোমরেজ আলী ও হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।

উপসহকারী কৃষি অফিসার আরিফুল ইসলামের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আকরাম হোসেন, উপসহকারী কৃষি অফিসার আহসান উল হক শাহিন, এবিএম মোমিন অর রশিদ, আব্দুস সামাদ মন্টু ও পাপিয়া। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন কবীর।