Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ট্রলার ডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি , ২০২৫, ০২:৫৫:০৭ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মোকছেদ হাওলাদারের (৪০)ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোংলা উপজেলার দিগরাজের টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শ্রমিক মোকছেদ হাওলাদার খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকার মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
মোংলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে মোংলার বিদ্যারবাহন এলাকায় পশুর নদীতে ঝড়ের কবলে পড়ে ইট বোঝাই ট্রলার ডুবে শ্রমিক মোকছেদ হাওলাদার নিখোঁজ হন। তবে ওই সময় অন্যান্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজের পর মাংলা ও খুলনা ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার অভিযানের পর শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোংলা উপজেলার দিগরাজের টিএমএসএস গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)