মাসুম বিল্লাহ: ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদরের ৩ নম্বর ইছালী ইউনিয়ন শাখার পক্ষ থেকে এক তারবিয়াত ও ইফতার বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে সদরের মনোহরপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ইছালী ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ আল মাহমুদ, মুফতি মাওলানা মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কারী সাবেদ আলী, সহ-সভাপতি হাফেজ আবু জাফর সিদ্দিকী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা ও যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ বাবলুজ্জামান প্রমুখ। সবশেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রায় ৪শ’ মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হয়।