কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার বিকেলে শহরের থানা রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় সংলগ্ন চিত্রা নদীর পাড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ বাসার উদ্দিন। দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা।