কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে সাবেক প্রধান মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জড়িত মধুপল্লীর মধুমঞ্চে ইউনিয়ন বিএনপির আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আমানত আলী, ইউনিয়ন বিএনপির নেতা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।