আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা থানার খাসকররা ইউনিয়নের রামদিয়া -কায়েতপাড়া গ্রামে মজনু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে কায়েতপাড়ার মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলায় মাঠে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক মরদেহটি দেখতে পান। বিষয়টি মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরিচয় অনেক দেরিতে শনাক্ত করা সম্ভব হয়েছে। সে আলমডাঙ্গা উপজেলার তিয়রবিরা গ্রামের মৃত মন্টু আলীর ছেলে মজনু আলী (৪০)। নিহত মজনুর ব্যবহৃত মোটরসাইকেলটি শ্রীনগর গ্রামের একটি বাগান থেকে পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন তাকে হত্যা করা হয়েছে। কারণ তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।