Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ১০:৫২:২৬ পিএম

 

মাগুরা প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের সাধারণ নির্বাচনে মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল (১৫ এপ্রিল) সোমবার বিকাল ৪ টা পর্যন্ত।   জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, সোমবার বিকেল ৪ টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৮ মে।

অপরদিকে শ্রীপুর উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাই চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)