আলমডাঙ্গায় শেষ হলো তিনদিনের বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০১:২৩:৪৩ পিএম

 

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান মালার গতকাল ছিলো শেষ দিন। পহেলা বৈশাখ সকাল ৮ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস’র নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগঠন, স্কুল, কলেজ, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন, বনিক সমিতি, পেশাজীবী ও শ্রমিকদের সমন্বয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এসে শেষ হয়। উপজেলা মঞ্চ মাঠে ৩০/৪০টি বিভিন্ন স্টল বসে নানা রকম পসরা নিয়ে। দর্শনাথীদের ভীড়ে মাঠটি মেলায় পরিণত হয়। এ সময় সকল দপ্তরের কর্মকর্তাদের সবকটি স্টল ঘুরে দেখেন নির্বাহী অফিসার।  ৩ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা , কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো, গ্রাম বাংলার ঐতিয্যবাহী সাপের খেলা (ঝাপান), লাঠি খেলা ও গতকাল সন্ধ্যায় বাউল সংগীতের মধ্য দিয়ে শেষ হয় ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শেষ হয় বর্ষবরণ। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস সুন্দরভাবে বর্ষবরণ অনুষ্ঠান শেষ করতে পেরে এলাকার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।