ক্রীড়া প্রতিবেদক: যশোরে বৃহস্পতিবার শেষ হয়েছে তিন দিনব্যাপী জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতা। তানিয়া খাতুনের হ্যাটট্রিকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা দল। বিকেল শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের ফাইনালে মাগুরা জেলা দল ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে নড়াইল জেলা দলকে। এ খেলায় মাগুরা জেলা দলের তানিয়া খাতুন হ্যাটট্রিকসহ ৪ টি গোল করেন। তিনি গোল ৪ টি করেন ম্যাচের ১১, ১৪, ২৩ ও ৪৪ মিনিটে। এছাড়া মিশু রানী ৩০ ও ৩৩ মিনিটে ২ টি এবং প্রেমা রানী মন্ডল ২৭ মিনিটে একটি গোল করেন। সেমিফাইনালে মাগুরা জেলা দল ১০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে স্বাগতিক যশোর জেলা দলকে। এ জয়ে ফাইনালে ওঠে মাগুরা। এর আগে মাগুরা জেলা দল নিজেদের প্রথম খেলায় ৭-০ গোলে ব্যবধানে পরাজিত করে খুলনা জেলা দলকে। অপরদিকে নড়াইল জেলা দল না খেলেই ফাইনালে অংশ নেয়। সাতক্ষীরা জেলা দল মাঠে না আসায় ওয়াক ওভার পায় নড়াইল। এতে সরাসরি ফাইনালে চলে যায় তারা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় হলো এ প্রতিযোগিতা।