বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

এখন সময়: বুধবার, ১ মে , ২০২৪, ০৭:৩৮:৩৫ পিএম

স্পন্দন ডেস্ক: বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। ‘প্রণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার এই সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত-
অভয়নগর (যশোর)
ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আবুজার সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, অভয়নগর থানা পুলিশের উপ পরিদর্শক আবু বক্কার সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু জিহাদ, আমিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র লুৎফর রহমান প্রমুখ।
সেবা সপ্তাহ উপলক্ষে ৫০টির অধিক বিভিন্ন প্রজাতির পশু ও প্রাণির স্টল প্রদর্শনী হয়। প্রদর্শনীতে উন্নত জাতের ছাগল, ভেড়া, শংকর ও জার্সী জাতের গরু, হাঁস-মুরগী, বিভিন্ন প্রজাতীর পাখি সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের বাড়িতে পোষা প্রাণি মেলায় প্রদর্শন করেন খামারীরা।
বাঘারপাড়া (যশোর)
বাঘারপাড়ার পশু হাসপাতালের মাঠে উপজেলা প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়ালি সারা দেশে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক ফারাজি।
স্বাগত বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা। বক্তব্য বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সামছুল আরেফিন। পরে সংসদ সদস্য এনামুল হকসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন।
কেশবপুর
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারীরা ৩০টি স্টলে তাদের উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার ,কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ রায়, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল ও খামারি শম্ভু নাথ সিংহ প্রমুখ।
নড়াইল
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্দীকুর রহমান ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। এ প্রদর্শনীতে ২০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
মাগুরা
দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ,সদও উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস।
শালিখা (মাগুরা)
সকাল ১০টায় মাগুরার শালিখা প্রাণিসম্পদ অফিসের সামনে এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ সহকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহিন আলম। বিশেষ অতিথি হিসাবে
বক্তব্য রাখেন শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যমল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়ায়াচুর রহমান শিকদার,উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি ফার্ম মালিক আব্দুল আলীম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মাস্টার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হুসাইন।
শ্রীপুর (মাগুরা)
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আ হা ম শামিমুজ্জামান, স্বাগত রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হুসাইন রাসেল, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা ডেইরি এসোসিয়েশন সভাপতি মনিরুল ইসলাম।
ফুলতলা (খুলনা)
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ সুমাইয়া ইসলাম। মেলায় ৪০টি স্টল স্থাপন করা হয়েছে। এ ছাড়া ১৮ জন সফল খামারীকে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
দাকোপ (খুলনা)
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতালের প্রাণিসম্পদ অফিস চত্বরে সেবা সপ্তাহের আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা।
এবারের প্রদর্শনীতে দুগ্ধজাত গাভী পালনে ১ম হয়েছে জি এম রেজার আলিফ ডেয়ারী ফার্ম, গাভী মোটাতাজা করনে রাশেদ কামাল এবং বাছুর ক্যাটাগেরিতে ১ম স্থান অর্জন করেছেন নিরঞ্জন ঢালী।
রূপসা (খুলনা)
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার। শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপী দাস, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ নাসরিন আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, সোনালী ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা দিলশানারা, সাবেক খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু প্রমুখ।
পাইকগাছা (খুলনা)
সকালে প্রাণিসম্পদ চত্তরে অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা- ৬ পাইকগাছা কয়রার সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাস, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। এল ই ও চিকিৎসক পপি রানি রায় ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাজান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ইউ আর সি ইন্সট্রেক্টর ঈমান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা বেগম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, একটি বাড়ি একটি খামার শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, জনতা ব্যাংক কর্মকর্তা হাদিউজ্জামান, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক মাইনুল ইসলাম, ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম কামরুল আবেদীন, অফিস সহকারী কামাল এফএএআই হেলাল খান, এল এস পি মলয় মন্ডল, শিরিনা আক্তার, রমজানুল আবেদীন শাওনসহ পাইকগাছা উপজেলার সকল এল,এস,পি সদস্যরা, দর্শনার্থী ও খামারী বৃন্দ।
আশাশুনি
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডা. এবিএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. তৌহিদুজ্জামান, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, ভেটেরিনারী মাঠ সহকারি আফাজ উদ্দিন, প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা নুরুজ্জামান হোসেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারি কর্মকর্তা অবঃ তোফায়েল হোসেনসহ নিতাই ঢালী, মোখলেসুর রহমান, সুকুমার বৈদ্য,
কালিগঞ্জ (সাতক্ষীরা
উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস এর সভাপত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস, এম. আতাউল
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন প্রমুখ।