Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে জলাশয় ভরাটের প্রতিবাদে মানববন্ধন

এখন সময়: শনিবার, ১৪ জুন , ২০২৫, ০৭:৫৬:১৪ এম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: অবৈধভাবে জলাশয় ভরাট, রাস্তায় মাটি ফেলে ঝুঁকির সৃষ্টি, ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর শহরে মানববন্ধন করা হয়েছে। সিরাজুল ইসলাম সড়কের সাজ্জাদ মিয়ার বাড়ির সামনে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়। সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহসীন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হামিদুল হক রিপন, প্রনাসের সভাপতি আগা খাঁন, ক্যাবের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন ও ব্যবসায়ী আব্দুল ওহাব প্রমুখ। বক্তারা পরিকল্পিতভাবে পূর্বপাড়ার গোলাম মোস্তফার হ্যাচারী সংলগ্ন দুটি বড় জলাশয় ভরাট করায় তীব্র সমালোচনা করেন। তারা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে জলাশয় ভরাট বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক, কোটচাঁদপুর পৌর মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)