মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৩ জন নতুন মুখ স্থান পেয়েছে। এ নির্বাচনে সদর উপজেলায় ২৩ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে রানা আমীর ওসমান, ভাইস চেয়ারম্যান পদে বাহারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. সোনিয়া সুলতানা বিজয়ী হয়েছে। বুধবার রাতে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে সহকারী রিটার্নিং ও সহকারী নির্বাচন অফিসার শফিকুল ইসলাম সদর উপজেলায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সদর উপজেলায় বিজয়ী এবার তিনজনই নতুন মুখ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে রানা আমীর ওসমান মোটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৮৩ হাজার ৫৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রেজাউল ইসলাম পেয়েছেন হেলিকল্টার প্রতীকে ৫০ হাজার ৮৬৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বাহারুল ইসলাম পেয়েছেন ৫৪ হাজার ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল মাহমুদ পেয়েছেন ৩৪ হাজার ৭৬০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. সোনিয়া সুলতানা পেয়েছেন ৪৯ হাজার ৭১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনতি রানী দত্ত পেয়েছেন ৩১ হাজার ৮৭৭ ভোট।