নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা তথ্য অফিসার রুস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী শিক্ষক তাপস পাঠক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গোকুল চন্দ্র রায়, তৃপ্তি রাণীসহ শিক্ষার্থীরা। প্রশিক্ষণে ৫০ জন ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করেছে।