নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড ও বি-ব্লক বাজারে গণসংযোগ করেছেন। বুধবার বিকেলে গণসংযোগকালে ভোট প্রার্থনা করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, সদস্য শফিকুল আলম পারভেজ, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, যুবলীগ নেতা আবুল ফজল মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাকিলা আফরোজ মিমি, জেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল এহসান সুজন, ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান প্রমুখ।