Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তিন উপজেলার মধ্যে শার্শার সোহরাব সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৮:৪১:১৫ এম


নিজস্ব প্রতিবেদক : যশোরের তিন উপজেলা পরিষদের নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে শার্শা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি অহিদুজ্জামান পান মাত্র ১২২৯১ ভোট। শার্শায় নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে তিনগুণ অর্থাৎ ২৫ হাজার ৪শ’ ৩৯ ভোট বেশি পেয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন সোহরাব। অন্য উপজেলা ঝিকরগাছায় উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ৪০ হাজার ৬শ’৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সেলিম রেজা পান ১৮ হাজার ৪শ ৪৩ ভোট। এক্ষেত্রে মনিরুল দ্বিগুন ভোটের ব্যবধানে জিতেছেন। আর চৌগাছা উপজেলায় এসএম হাবিব পেয়েছেন ৩৩ হাজার ৫শ ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. মোস্তানিচুর রহমান পান ২৮ হাজার ৯৮০ ভোট। কম ভোটের ব্যবধানে জিতেছেন এসএম হাবিব। এই তিন উপজেলা বিশ্লেষণ করলে দেখা যায় সোহরাব হোসেন সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)