Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের  উদ্বোধন

এখন সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ১১:২৯:০৪ এম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরায়  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে মাগুরা পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

এ সময়  পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, অতিরিক্ত পুলিশ সুপার এস, এম মোবাশ্বের হোসাইন, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এবার জেলায়  লক্ষাধিক শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডাক্তার শামীম কবির জানান, এ ক্যাম্পেইনে জেলার একটি  পৌরসভাসহ ৩৬ ইউনিয়নের  ৯৪০ কেন্দ্রে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকসহ ২২৭১ জন কাজ করছে। এবার জেলার ১ লাখ ১৯ হাজার ৫৯৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সি  ১৩  হাজার ৩৭   জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ১ লাখ ৬   হাজার  ৫৫৬ জন শিশু রয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)