ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত রোববার বেলা ১১ টায় ২ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার ৭৭২ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে রাজস্ব বাজেট ৪১ লাখ ৪৫ হাজার ৭৭২ টাকা এবং উন্নয়ন বাজেট ২ কোটি ১৮ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব দাউদ আলী।
এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য (সংরক্ষিত)সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।