প্রেসবিজ্ঞপ্তি : আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)—এশিয়া প্যাসিফিক এরিয়া সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ায় গেছেন সংগঠনের যশোর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার ওয়ালিউর রহমান খান। দেশটির সিম রিপ প্রদেশে ৬ থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত আন্তর্জাতিক এই ব্যবসায়িক সংগঠনটির সম্মেলনে তিনি যোগ দিয়েছেন। ব্যারিস্টার ওয়ালিউর রহমান গেল বৃহস্পতিবার রাতে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী রোববার তিনি দেশে ফিরবেন।