Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৬:৪৬:৩৭ পিএম

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে র‌্যালি বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা ভূমি অফিস চত্বরে এসে র‌্যালিটি শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজমারুল হক, শ্রীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রভাস চন্দ্র বাড়ুরী প্রমুখ। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)