ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ভয়াবহ দুর্ঘটনা। প্রাইভেটকার চালকের মাথা শরীর থেকে আলাদা হয়ে ছিড়ে পড়ে আছে রাস্তায়। কারে থাকা অন্য দুজনও চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। দ্রুতগামী বাস প্রাইভেটকারের উপর দিয়ে পিষে চলে যাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ গেল তিনজনের। হৃদয়বিদারক দুর্ঘটনাটি দেখে আঁতকে উঠেছে প্রত্যক্ষদর্শীরা। রোববার দুপুরে মুহূর্তেই ঘটনাটি ঘটে গেছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা স্থানে।
খুলনাগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো ব- ১১-০২১৮) প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২১-৭২২১) উপর দিয়ে উঠে যায়। নিহত ৩ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সাতক্ষীরা পাটকেলঘাটার বাসিন্দা প্রাইভেটকারের চালক হোমিও চিকিৎসক মোহন লাল বিশ্বাস (৬০) ও ব্যাংকার আশুতোষ ঘোষ (৫৫)। এ সময় কমবেশি ৭ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা আহত ও নিহতদের লাশ উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, ডুমুরিয়া উপজেলা সদরে রোববার দুপুর দুইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। দ্রুতগতি সম্পন্ন বাসটি প্রাইভেটকারের উপর দিয়ে অতিক্রম করায় প্রাইভেটে থাকা ৩ জন ঘটনাস্থলে নিহত হয়।
প্রত্যক্ষদর্শী মফিজুর রহমান বলেন, দুপুরে বিকট শব্দ শুনে রোডে ছুটে এসে দেখি এই ভয়াবহ দুর্ঘটনা। প্রাইভেটে থাকা ৩ জন ঘটনাস্থলে মারা গেছে। প্রাইভেটকার চালকের মাথা ছিড়ে শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে।
ডুমুরিয়ার থানার এসআই নিয়াজ উদ্দিন জানান, পাটকেলঘাটা এলাকার ডা. মোহন লালসহ ৩ জন মারা গেছে। বাকি দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাস চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।