Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ১০:১১:৪০ এম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়ন ও মূলঘর ইউনিয়নে বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যদের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রোববার ফকিরহাট সদর ইউনিয়নে এবং সোমবার মূলঘর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান। এসময় বাল্য বিয়ে প্রতিরোধে চ্যালেঞ্জ এবং ২০১৮ সালের বাল্য বিয়ে নিরোধ বিধিমালা অনুযায়ী ইউনিয়ন নিরোধ কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পৃথক সভা পরিচালনা ও বাল্যবিয়ে প্রতিরোধ-করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা ইসমাইল হোসেন।

এছাড়াও ৮ জুন কাথুলী গ্রামে কিশোরীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে জীবনদক্ষতা মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কিভাবে কার্যকরী উপায়ে না বলতে শিখি তা নিয়ে আলোচনা করা করা হয়। প্রতিমাসে ১৩-১৭ বছর বয়সী ২৫ কিশোরীদের নিয়ে  ফকিরহাট উপজেলার ১০ গ্রামে জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয় বলে কর্মসূচির অ্যাসোসিয়েট কর্মকর্তা কুহেলী মন্ডল জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)