Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সমাবেশে ৫০ হাজার মানুষের সমাগমের আশা

৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যশোর যুবদলের ব্যাপক প্রস্তুতি

এখন সময়: রবিবার, ২৬ অক্টোবর , ২০২৫, ০২:৪৯:০৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে যশোর জেলা যুবদল বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্ত করণ।

যশোর জেলা যুবদলের আহবায়ক তমাল আহমেদ জানান, শহরের টাউন হল মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বিকাল ৩টায় আলোচনা সভা ও র‌্যালী বের হবে। আশা করছি যুবদলের সমাবেশে কমপক্ষে ৫০ হাজার মানুষ অংশ গ্রহন করবে। যারা যুবসমাজ। সেখানে প্রধা অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা থাকবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, গত ১৫-১৬ বছর ধরে আমরা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি বিগত সরকারের দমন পীড়নের কারণে। কিন্তু এবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হবে আনন্দ আর উৎসবের মধ্যে দিয়ে। নেতা-কর্মীরা এদিনের জন্য পরিশ্রম করছেন। প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করছি যুবদলের সমাবেশে ৫০ হাজারের বেশি উপস্থিত থাকবেন।

যশোর নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আমাদের ৯টি ওয়ার্ডের ৩৭টি কমিটির প্রস্তুতি সভা সফলভাবে করতে পেরেছি। বিগত সরকারের সময়ে পুলিশি বাঁধার কারণে আমরা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারেনি। যেকারণে এবার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। যুবদল এই প্রতিষ্ঠা বার্ষিকীর সামবেশ সফলভাবে পালনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহন করবে। নির্বাচন হওয়া পর্যন্ত আমাদের মাঠের রাজনীতি থাকবে সক্রিয়। বাড়ানো হবে তৃণমুল মানুষের সাথে সম্পৃক্ততা।

যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন জানান, তারা জেলা যুবদলের নির্দেশনা অনুযায়ী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ব্যানার ফেস্টুন মোড়ে মোড়ে টানানো হচ্ছে। এদিন আশা করছি বিশাল মিছিল নিয়ে টাউন হল মাঠের সমাবেশে যোগ দিতে পারব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)