Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ার ইন্দ্রা কয়ার বটতলা মাঠে  ঘোড় দৌড় প্রতিযোগিতা

এখন সময়: শনিবার, ১৪ জুন , ২০২৫, ০৭:৩৭:৩৩ এম

 

বাঘারপাড়া পৌর প্রতিনিধি: যশোর বাঘারপাড়ায় ইন্দ্রা কয়ার বটতলা মাঠে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে উপজেলার ইন্দ্রা, মালঞ্চি, নারিকেলবাড়িয়া, রায়পুর, বাঘারপাড়া, খাজুরা, চাড়াভিটা, দোহাকুলা, ধলগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার সব বয়সের মানুষ এই প্রতিযোগিতাকে ঘিরে জড়ো হতে থাকে।

প্রতিযোগিতায় যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ থেকে আসা ২৫ টি ঘোড়া অংশগ্রহণ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল কবির বিপুল ফারাজি। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা জামান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, মাশরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)