দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক এনামুল হক বাবলু। দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক ইউপি সদস্যা আলফাতুন্নেছা, সতিকা সরকার প্রমুখ।