শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে শ্রীপুরে দেশ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সংগঠন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গোশত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্য সিঙ্গাপুর প্রবাসী বাবুল আক্তার, হাবিবুর রহমান, সেলিনা বেগম, তৌহিদুল ইসলাম, রাছেল বিশ্বাস, বাবুল হোসেন, ইসতিয়াক আহম্মেদ, কাইয়ুম, টুটুল, সাগর, হযরত, খোকন, ডাবলু, মিজু, মিল্টন প্রমুখ।