Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে যৌন নিপীড়ন ঘটনায় ৮ মামলার আসামি নিউটন গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ২৮ মার্চ , ২০২৫, ০৬:০৩:০৯ এম

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে যৌন নিপীড়ন মামলায় নিউটন গাজীকে (৪০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নিউটন নড়াইল সদরের গোবরা গ্রামের আবুল গাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ঈদের আগের দিন গত রোববার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই নরোত্তম কুমার অভিযান চালিয়ে নিউটন গাজীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। নিউটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নিউটনের বিরুদ্ধে গত ১৪ জুন নডাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। নিউটনের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া, অভয়নগর ও নড়াইল থানায় ডাকাতি, চুরিসহ আটটি মামলা রয়েছে। 

নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসানের দিকনির্দেশনায় অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)