Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এখন সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৫, ০১:২৪:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইল জেলা থেকে চলতি বছরে মেডিকেল কলেজ, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।   

ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর আ ফ ম আকবর হুসাইন এবং প্রধান আলোচক ছিলেন, জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সাফায়েত হোসেন, নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সাইফুল, নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাফিজ খান মিলন, চৈতী রানী বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের উপপরিচালক গৌতম কুমার দাস, জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহ আজিজ সুজন, ঢাকার দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-ঊষার আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাফায়াত হুসাইন।  

প্রধান অতিথি ডক্টর আ ফ ম আকবর হুসাইন বলেন, দেশ গঠনে তোমাদের (শিক্ষার্থী) শপথ গ্রহণ করতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীদের মাঝেই লুকিয়ে আছে আগামির স্বপ্ন। দেশ ও দশের কল্যাণ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)