Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সাথে অমিতের মতবিনিময়

এখন সময়: শনিবার, ২০ ডিসেম্বর , ২০২৫, ১২:১৭:৫১ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোরের ক্রীড়াঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সাথে মতবিনিময় করেছেন যশোরের সর্বোস্তরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা। শুক্রবার বিকেলে জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের আয়োজনে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন- খেলাধুলা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। খেলাধুলা যেমন সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখে, ঠিক তেমনই যুবসমাজকে শৃঙ্খলা, আত্বিবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে সহায়তা করার মধ্য দিয়ে সঠিক পথে পরিচালিত করে। তিনি আরও বলেন, বিগত আমলে দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। মাদকের কালো থাবায় যুবসমাজ বিপথে পরিচালিত হয়েছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলাই হবে অন্যতম মাধ্যম। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি চিন্ময় সাহা এবং ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাদ প্রমুখ। জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ মতবিনিময় সভাটি পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এ জেড এম সালেক, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মুহাম্মদ সাথী, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুত্মাক নাসির টনি, এ এফ এম মঈনুদ্দিন রোম, জিয়াউল হাকিম জিলু, ক্রীড়া সংগঠক আবুল বাশার সাইফুদ্দৌলা প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)