তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দীন খাঁর (৮৩) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেলে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম সেলিম (তদন্ত), তালা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ে মফিজ উদ্দীন, মুক্তিযোদ্ধা নজরুল মোল্লা,রাজ্জাক শেখ প্রমুখ।
মুক্তিযোদ্ধা ইরফান আলী গাজী জানান, মৃত্যুকালে তিনি দুই পুত্র ও পাঁচ কন্যা রেখে গেছেন।