কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে বৃষ্টি মন্ডল (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রী বিষপানের ২৫ দিন পর মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের বিশ^জিৎ মন্ডলের মেয়ে এবং দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
নিহতের কাকা মহেশ মন্ডল (৫২) জানান, বৃষ্টি মন্ডল গত ৫ জুন বিকেলে মা বাবার উপর অভিমান করে বিষপান করলে তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৯ জুন তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিকভাবে সুস্থ হওয়ায় ১৫ জুন ছাড়পত্র নিয়ে বাড়িতে আনা হয়। এরপর রাত ৯ টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে স্কয়ার হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন রাত ৭ টার দিকে বৃষ্টি মন্ডলের মৃত্যু হয়। লাশ বাড়িতে আনার পর কালিগঞ্জ থানার উপপরিদর্শক শিহাবুল ইসলাম সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার উপপরিদর্শক শিহাবুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।