নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আলম সালমাকে সভাপতি ও ঢাকার সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা হাসানকে সাধারণ সম্পাদক করে রোববার বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রথমিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৪ সদস্য বিশিষ্ট এ প্রাথমিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান, ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার রেশমা জামান, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সুলতানা রাজিয়া, নড়াইলের লোহাগড়া উপজেলার ফারহানা ইয়াসমিন ও ঢাকার ধামরাই উপজেলার আফরোজা আক্তার রয়েছেন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বরিশালের গৌরনদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার ও যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝুমুর আলম। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খায়রুন আক্তার, কক্সবাজার সদর উপজেলার রোমেনা আক্তার ও যশোরের চৌগাছা উপজেলার নাসিমা আক্তার। এছাড়াও দফতর সম্পাদক হিসেবে নড়াইলের কালিয়া উপজেলার ববিতা বেগম ও রাজশাহীর পবা উপজেলার পপি খাতুনকে প্রচার সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন।