Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ২২ জুলাই শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

এখন সময়: সোমবার, ২০ জানুয়ারি , ২০২৫, ০৭:২৩:৫৪ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে আগামী ২২ জুলাই শুরু হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭)। বিকেল ৩ টায় অনুষ্ঠেয় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে হৈবতপুর ও বসুন্দিয়া ইউনিয়ন দল। সেমিফাইনাল ও ফাইনালসহ বেশিরভাগ খেলা হবে সদরের হামিদপুর শামস-উল-হুদা ফুটবল একাডেমির মাঠে। এছাড়া টুর্নামেন্টের ৩ টি খেলা হবে বসুন্দিয়া স্কুল মাঠে। ২৬ জুলাই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে লটারির মাধ্যমে ফিকচার করা হয়েছে। ২ টি গ্রুপে বিভক্ত হয়ে ১৫ ইউনিয়ন ও যশোর পৌরসভা দল (মোট ১৬ টি দল) অংশ নেবে আসন্ন এ টুর্নামেন্টে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে ও যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হবে এ খেলা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)