অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। লেখাপড়া ও খেলাধুলার মধ্যদিয়ে আজকের শিশু আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা প্রাশসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার (১৪ জুলাই) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. সাফিয়া খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল প্রমুখ। এর আগে একই মাঠে বিকেল ৪ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ধূলগ্রাম চন্দনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জিএস শেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের জুঁই ২টি ও সুমনা একটি করে গোল করেন। একই মাঠে বিকাল ৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের ফাইনালে ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-১ গোলে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের তানভীর হোসেন ৫টি, আলফাজ ও স্বপন দাস একটি করে গোল করেন। এছাড়া রানার আপ দলের পক্ষে একমাত্র গোল করেন ফাহিম মুন্সী।