শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : সাতক্ষীরায় অভিযান চালিয়ে দুটি পলিথিন কারখানা সিলগালা করেছে টাস্কফোর্স। রোববার রাতে সদর উপজেলার বিনেরপোতায় অভিযানটি চালানো হয়। এ সময় কারখানা দুটির মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা মালিক বাগেরহাট সদর উপজেলার ফজলুর রহমানকে ১৫ দিন ও সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতার আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সঙ্গে পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ১৪ বস্তা পিপি প্যাকেট, ১২৮ বস্তা পিপি দানা প্যাকেট ও ২টি পলিথিন তৈরির মেশিনসহ কারখানা সিলগালা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মাহমুদুল হাসান, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রমুখ।