Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরবাসী আলী রেজা রাজুকে চিরদিন স্মরণ রাখবে : মিলন

এখন সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৪, ১০:১৯:৫৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী রেজা রাজুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে ছিল প্রয়াত নেতার কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, স্মরণসভা ও দোয়া মাহফিল। এদিন বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার। এতে সম্মানিত অতিথি ছিলেন প্রয়াতের জামাতা চিত্রনায়ক এমপি ফেরদৌস আহমেদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, শৈশবকাল থেকেই মানুষের উপকার করে গেছেন আলী রেজা রাজু। তিনি ছিলেন একজন সদালাপী মানুষ। কারোর ক্ষতি করেছেন; তার বিরুদ্ধে এমন রেকর্ড নেই। যশোর উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ পড়ে গেছেন। যশোরবাসী আলী রেজা রাজুকে চিরদিন স্মরণে রাখবেন। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার বলেছেন, আলী রেজা রাজু ছিলেন সকলের কাছেই দাদা। ছেলে বুড়ো সকলেই তাকে দাদা বলে সম্মোধন করতো। একসময় আলী রেজা রাজুর নেতৃত্বে সব ধরণের সহিংসতার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আলী রেজা রাজুর জামাতা জনপ্রিয় চলচিত্র অভিনেতা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, আলী রেজা রাজু খুব ভালো মনের মানুষ ছিলেন। মানুষের উন্নয়নে তিনি কাজ করেছেন। তার সাথে থেকে আমি শিখেছি গণমানুষের নেতা হতে হলে কী করতে হয়। মানুষের কাছে গিয়ে কীভাবে মিশতে হয়। চলচ্চিত্র জগত থেকে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে আমার শ্বশুরের অবদান সবচেয়ে বেশি। অভিনেতা থাকাকালীন আমি অনুভব করলাম, মানুষের হৃদয়ের আজীবন নায়ক হিসাবে বেঁচে থাকতে হলে আমাকে মানুষের সেবক হতে হবে। সেই প্রত্যাশা থেকেই আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেলাম। প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে ঢাকা ১০ আসনের দায়িত্ব দিলেন। জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ লিটন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী। এর আগে কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পারিবারিকভাবে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে বাদ জোহর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়াও আলী রেজা রাজুর গ্রামের বাড়ি কাশিমপুরে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)