নিজস্ব প্রতিবেদক: ইয়াবার মামলায় দোষ স্বীকার করে প্রবেশনে মুক্তির আবেদনকারী যশোর শহরের পুরাতন কসবার সেলিম হাওলাদারকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার আসামির প্রাক দণ্ডাদেশ প্রতিবেদনের ওপর শুনানি শেষে অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি পুরাতন কসবার মৃত কাঞ্চন হাওলাদারের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ৮ অক্টোবর পুরাতন কসবা কাঁঠালতলা এলাকা থেকে সেলিম হাওলাদারকে আটক করে ৫১ পিস ও আবু বক্কার সিদ্দিকের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। চলতি বছরের ৩০ জুন রায়ের দিন আসামি সেলিম হাওলাদার দোষ স্বীকার করে প্রবেশনে মুক্তির জন্য আদালতে আবেদন করেন।
আদালতের বিচারক এ আবেদন গ্রহণ করে প্রাক দণ্ডাদেশ প্রতিবেদন জমা দিতে প্রবেশন অফিসারকে আদেশ দেন। প্রতিবেদনে আসামি সেলিমের বিরুদ্ধে দুইটি মামলা ছিল। যার একটিতে তার ৭ বছর কারাদণ্ড হয়েছিল। দুই বছর কারাভোগের পর সেলিম হাইকোর্ট থেকে জামিনে আছেন।
এ প্রতিবেদন পাওয়ার পর মঙ্গলবার শুনানি শেষে এক রায়ে বিচারক আসামি সেলিম হাওলাদারকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সেলিম হাওলাদার কারাগারে আটক রয়েছে।