নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মামলায় আজমল আকুঞ্জী নামে এক গরু ব্যবসায়ীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এক রায়ে এ আদেশ দিয়েছেন। আজমল আকুঞ্জী নড়াইল সদরের মুধুরগাতি গ্রামের মৃত মোনাউল্লাহ আকুঞ্জীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আজমল আকুঞ্জী গরুর ব্যবসা করেন। ব্যবসায়ের পুঁজি বাড়ানো লক্ষ্যে তার পূর্ব পরিচিত যশোরের অভয়নগরের বাশুয়াড়ি গ্রামের আলিম মোল্যার কাছ থেকে লভ্যাংশ দেয়ার কথা বলে ২০১৭ সালের ৫ জুলাই দেড় লাখ টাকা নেন। এ সময় আলিম মোল্যা একটি চুক্তিনামা করে নেন।
পরবর্তীতে আজমল আকুঞ্জী কোন লভ্যাংশ না দিয়ে মূল টাকা ফেরত দিতেও টালবাহানা শুরু করেন। ২০২০ সালের ২০ আগস্ট বাড়িতে ডেকে পাওনা টাকা চাইলে দিতে অস্বীকার করেন আজমল। নিরুপায় আলিম মোল্য ওই বছরের ৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেন।
দীর্ঘ সাক্ষীগ্রহণ শেষে আজমল আকুঞ্জীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।