Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় বিএনপির ৫ দফা কর্মসূচি ঘোষণা

এখন সময়: রবিবার, ১৩ অক্টোবর , ২০২৪, ০৭:২৯:১১ পিএম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ৫ দফা দাবি ঘোষণা করেছে উপজেলা ও পৌর বিএনপি। রোববার দুপুরে পোস্ট অফিসের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষে এ ৫ দফা দাবি ঘোষণা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন ও ইব্রাহিম হোসেন, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক শওকত হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক বিএম আফজাল হোসেন পলাশ ও আবু জাফর, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদস্য সচিব মোজাফফার হোসেন, বিএনপি নেতা মাহফুজার রহমান খান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, এমএ রব শাহীন, মীর রফিকুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, মোখলেছুর রহমান, রওশন আলী, নূর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক আব্দুস সালাম দিলু, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল, সদস্য সচিব সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালন করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ।

৫ দফা দাবির মধ্যে রয়েছে, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারাবন্দি ও বিএনপি নেতৃবৃন্দের নামে দায়ের করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করা, ২০১৫ সালের ১৪ জুলাই ২৭ রমজান রাতে কলারোয়া সোনালী ব্যাংকে ডাকাতি ও ডাবল মার্ডার ঘটনায় সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনা,  শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় ১২ বছর পর অস্ত্র মামলার আলামত যাদের কাছ থেকে জব্দ দেখানো হয়েছিলো তাদের গ্রেফতার করা, বিএনপির মিছিলে বোমা হামলার জন্য তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা তৈরির সময় বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয় আ.লীগ নেতা শুকর আলী আর আহত বোমা তৈরির কারিগর আলিম, আনছার ডাকাত ও নওফেলদের গ্রেফতার করে ঘটনার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনা এবং শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবসহ উপজেলা ও পৌর বিএনপির প্রায় ৫০ জনকে সাজা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে সেইসব ব্যক্তিদের মধ্যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে আছে তাদের পদত্যাগ করতে হবে।

এ প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা পরিষদ, পৌরসভা, গার্লস পাইলট হাইস্কুল, কয়লা হাইস্কুল, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, কলারোয়া পাইলট হাইস্কুল, মুরারীকাটি হাইস্কুল ও ধানদিয়া ইউনিয়ন ইন্সটিটিউশন। ৫ দফা দাবির পাশাপাশি বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু আগামি দুদিনের কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার ৫ দফা দাবি সম্বলিত কলারোয়ার উপজেলা নির্বাহী অফিসার, ওসি, সাতক্ষীরার ডিসি ও এসপির নিকট স্মারকলিপি প্রদান, একইদিন বিকেলে কলারোয়ায় সাবেক এমপি হাবিবের বাসভবনে সংবাদ সম্মেলন, ২০ আগস্ট মঙ্গলবার একই দাবি নিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা সদরে সংবাদ সম্মেলন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)