কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ জামিনপ্রাপ্ত বিএনপির ৪৬ নেতার বরণ ও সংবর্ধনা বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ আগস্ট) বিকেলে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবন চত্বরে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে বক্তারা প্রায় ৪ বছর ধরে কারান্তরীন থাকা নেতাদের মোটর শোভাযাত্রা সহকারে কারাগার ফটক থেকে বরণ করে নেয়ার আহবান জানান। এরপর সংবর্ধনা দেওয়ার দিন নির্ধারণ করা হবে। নেতৃবৃন্দ কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানটি স্মরকালের বৃহৎ অনুষ্ঠানে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া সড়কপথে ঢাকা থেকে আসার সময় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খুলনার চুকনগরে সংবর্ধনা দেওয়ার কথা জানান নেতৃবৃন্দ। প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা শওকত হোসেন, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, মাস্টার আজিজুর রহমান, আমিনুল ইসলাম, ফজলু মোল্লা, সাবেক কাউন্সিলর রাজু আহমেদ, সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, পৌর কৃষক দলের মোতাহার হোসেন বাবু, মাস্টার জাহাঙ্গীর হোসেন, তাতী দলের আবদুল জলিল, যুবদলের বিএম পলাশ, কাজী সিরাজ, খালিদ খান, শাহাবুদ্দিন, শ্রমিক দলের সরোয়ার খান, আলম প্রমুখ। উল্লেখ্য মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্ট থেকে বিএনপি নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা-কর্মী জামিন লাভ করেন।