Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুম সংকটে ভোগান্তি

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ০১:১৭:১০ পিএম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ না হওয়াসহ বিভিন্ন সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক কর্মরত। শিক্ষার্থীর সংখ্যা ৮২ জন। বিদ্যালয়ের মূল বিল্ডিংটি ২০২১-২২ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকরা বাধ্য হয়ে পাশে একটি বিকল্প অস্থায়ী কক্ষ নির্মাণ করে মোট ৩টি কক্ষে বিভিন্ন শিফটে ক্লাস পরিচালনার ব্যবস্থা করেন। এ ছাড়া একটি প্রাক প্রাথমিকের জন্য পৃথক টিনসেড কক্ষে ক্লাস পরিচালনা করা হয়ে থাকে। সেই থেকে নতুন ভবন নির্মাণের চেষ্টা চলে আসছে।

এদিকে, বৃষ্টিপাতের কারণে স্কুল চত্বর পানিতে প্লাবিত হওয়ায় কক্ষ সংকটসহ নানাবিধ কারণে ক্লাস পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ক্লাস্টার অফিসার আব্দুর রকিব বলেন, বিদ্যালয়ের নতুন বিল্ডিং নির্মাণ করা খুবই জরুরি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মণ জানান, তিনি স্কুলটি পরিদর্শন করেছেন। নতুন বিল্ডিং নির্মাণ করার জন্য জায়গা ছেড়ে দিতে স্কুলের দুটি ঘর ও ল্যাট্রিন ভেঙে নিতে বলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)