Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ১২:১৬:৩২ পিএম

 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা’র সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্সস মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ মাগুরা।

এ সময় বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক আব্দুল হাকিম, সাংবাদিক লিটন ঘোষ, সাংবাদিক শরীফ তেহরান টুটুল, সাংবাদিক রূপক আইচ, সাংবাদিক শরীফ স্বাধীন, সাংবাদিক কাজী আশিক রহমান, সাংবাদিক ফয়সাল পারভেজ ও সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন প্রমুখ।

সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা,মাদক,গ্রাম্য দলাদলি,সড়কের শৃঙ্খলা,চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবী জানান।

নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি জোর দেন। একটি বস্তুনিষ্ঠ সংবাদ একটি দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)