ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি, একাত্তর টিভি ও কালের কন্ঠের ফকিরহাট প্রতিনিধি সাংবাদিক মান্না দে’র বাবা শ্রী শ্যামল কুমার দে (৮৫) পরলোক গমন করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার মানসা বাজারস্থ নিজ বাড়িতে তিনি মারা যান।
শ্যামল কুমার দে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী মানসা কালি মন্দিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কিছুদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় তার নিজ গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক মান্না দে’র বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফকিরহাট সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন।