Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামনগরে মৎস্যঘের উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০২:৩৯:০২ পিএম

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মোড়লের নেতৃত্বে অবৈধভাবে দখল করা মৎস্য ঘেরের আংশিক অংশ উদ্ধারের জন্য প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন গাবুর ইউনিয়নের চকবারা গ্রামের মৃত রহমাতুল্ল্যাহ গাজীর ছেলে গাজী আব্দুস সোবাহান।

সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ৯ নম্বর বুড়িগোয়ালিনী পোড়াকাটলা মৌজায় প্রকৃত জমির মালিকের নিকট থেকে নিজের নামে ২০২০ সালের ১ জানুয়ারি হতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৫ বছর মেয়াদে লিজ ডিড গ্রহণ করে নিজস্ব অর্থায়নে বেড়িবাঁধ, চুন, সার দিয়ে বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে ঘের পরিচালনা করছিলেন। এলাকার প্রভাবশালী বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত লালু মোড়লের ছেলে লিয়াকত আলী মোড়ল ও ছাকাত জমাদারের ছেলে আব্দুল মজিদ জমাদ্দারসহ অজ্ঞাত নামা আরো কয়েকজন আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করতে থাকে। পেশি শক্তির দাপট দেখিয়ে এক পর্যায়ে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মৎস্যঘেরে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করে আনুমানিক ২১/২২ বিঘা সম্পত্তি দখল করে নেয়। এ সময় জাপান কোম্পানির ৪০/৫০ মহিলাকর্মী ভেকুর ধারে বসিয়ে রেখে কাজ চলমান রাখে। ওই সময় বাধা দিলে জীবন নাশের হুমকি দেয়। জানমাল রক্ষার্থে নিরুপায় হয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে শ্যামনগর থানার অফিসার সরেজমিনে আসেন এবং শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনা দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসা আসার পর পুনরায় তারা কার্যক্রম শুরু করে ঘেরের আংশিক জায়গা দখল করে নেয়। তাতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ দখলদারের হাত থেকে আমার মৎস্য ঘেরের আংশিক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)