মাগুরা প্রতিনিধি : স্বৈরাচার শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরই মাগুরার শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের ৬ ইউপিতে চেয়ারম্যানরা আত্মগোপনে রয়েছেন।
আত্মগোপনে থাকা চেয়ারম্যানের মধ্যে রয়েছেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মসিয়ার রহমান, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত,আমলসার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়াম লীগের যুগ্ম সম্পাদক সেবানন্দ বিশ্বাস, গয়েশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর সবুর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার অবর্তমানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। এদিকে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সাংবাদিক আইয়ুব হোসেন নিয়মিত পরিষদে যাচ্ছেন ও পরিষদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছেন। অন্যদিকে সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন নিজ এলাকায় অবস্থান করলেও পরিষদে যাচ্ছেন না।
সদ্বালপুর এলাকার বাসিন্দা লিপু খান জানান, দীর্ঘ ১ মাস পরিষদে চেয়ারম্যানরা না থাকাতে আমরা সেবা পাচ্ছি না। পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দূর দূরান্তের গ্রামাঞ্চলের মানুষ কাক্সিক্ষত সেবা পাচ্ছে না। তাই এ দুর্ভোগ দূর করা না গেলে মানুষ সার্বিক সেবা থেকে বঞ্চিত হবে।